আলমগীর হোসেনঃ
লংগদুতে গণসচেতনতা বৃদ্ধি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
এসময় লংগদু উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি হাফেজ ফোরকান আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইসরাফিল হক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সৌরভ সেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহনেওয়াজ, লংগদু উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত বিতার্কীকদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় মাইনী মডেল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় গ্রুপ।
প্রধান অতিথি জাহাঙ্গীর হোসাইন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের মধ্যে যদি সততা ও নৈতিকতা থাকে। তবেই আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারব।’
দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এতে বিচারক ও মডারেটর হিসেবে শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।