নিজস্ব প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোঃ সোহানুর রহমান (২৭)। তিনি ঢাকার পল্লবীর বালুর মাঠ এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে সোহানুর রহমান বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে নদীতে গোসল করতে নামলে তিনি আর উপরে উঠতে পারেননি। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকাজ পরিচালনা করেন বান্দরবানের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব ফারুক আহমদের নেতৃত্বাধীন দল।
অবশেষে শুক্রবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ সোহানুর রহমানের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ লামা ফায়ার স্টেশনের সহযোগিতায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

