নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি জেলা সদরে অধ্যয়নরত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের লংগদু উপজেলার নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৮ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি মোটেল জর্জে এই অনুষ্ঠানের আয়োজন করে লংগদু স্টুডেন্টস ফোরাম।
লংগদু স্টুডেন্টস ফোরামের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ।
সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় এসময় মাইনীমুখ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফেরদৌস আলম, গুলশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু নাছির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহিদুল ইসলাম এবং রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবি এডভোকেট আলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী যেমন নিজেকে গড়ে তোলে, তেমনি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
নবীন বরণ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বক্তব্য এবং অভিজ্ঞ শিক্ষার্থীদের পরামর্শ প্রদানসহ নানা আয়োজন ছিল উৎসবমূখর। অনুষ্ঠানে আয়োজকরা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।