মো. মহিউদ্দিনঃ
বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাজেক ইউনিয়নে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বাঘাইহাট এলাকায় সাজেক ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা করেন বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও সাজেক ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, সাজেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী বাবুল, ইউনিয়নের যুগ্ন সম্পাদক নাসির উদ্দিন পিন্টু ও ইসমাইল হোসেন পাহার, সাজেক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদশা আলম বাবলা সহ সাজেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচি সফল ভাবে পালন করায় সাজেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ ও সদস্য সচিব নুরুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।