মাহাদী বিন সুলতানঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দুর্গম রাঙামাটি জেলা থেকে কয়েকশত নেতাকর্মীর উচ্ছ্বসিত অংশগ্রহণ লক্ষ করা গেছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল সিটির ৩শত ফুট সড়কের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিতি লক্ষ করা যায়। এতে পার্বত্য জেলা রাঙামাটি ও বিভিন্ন উপজেলা থেকে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করে।
২৯৯নং সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে দল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি মো. সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, নানিয়ারচর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল সর্দার ও যুগ্ম সম্পাদক মোঃ আবু হানিফ মীর সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় দলে দলে মিছিল নিয়ে সারাদেশের নেতাকর্মীরা স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগদান করেন।
