নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৫ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে উপজেলার জালিয়াপাড়া বাজারের ইসমাইল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতের গভীর অন্ধকারে হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো মার্কেটের ১৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
দোকান মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে তেল, ফার্নিচার, ইলেকট্রনিকস, হোটেল, মুদি দোকান ও মোটর গ্যারেজসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রশিক্ষক আল-আমিন স্থানীয় হিল ভিডিপি ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রুপকে জানান। পরে ২০-২৫ জন ভিডিপি সদস্য ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার এবং গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী। ইউএনও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে বলেন, “উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছে এবং যথাসাধ্য সহায়তা করা হবে।”
তবে গুইমারায় স্থায়ী ফায়ার সার্ভিস অফিস না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির নেতারা। তারা অভিযোগ করেন, সময়মতো ফায়ার সার্ভিস না পৌঁছানোর কারণেই ক্ষতির পরিমাণ ব্যাপক আকার ধারণ করেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

