ইকবাল হোসেনঃ
রাঙামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলাপ্রশাসনের উদ্যোগে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ড. এম এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, এনসিপির রাঙামাটি জেলা সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা, বাংলাদেশ জামায়তে ইসলামী রাঙামাটির জেলা আমীর মো আব্দুল আলীম বিএনপি প্রতিনিধি তারেক আহমেদ ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, গেল ১৬ বছর দেশের মানুষের ওপর চেপে বসে ছিল ফ্যাসিস্ট সরকার। তারা মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল। রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতন চালিয়েছে। গুম খুনের মত অপশাসন কায়েম করেছিল। বক্তারা আরো বলেন এসব জুলুমে যখন দেশের মানুষ অতিষ্ট, তখন ত্রাতা হয়ে আসের এদেসের তরুণ সমাজ। তারা বুকের তাজা রক্ত দিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে, পরাজিত করেছে ফ্যাসিস্টকে। আজ দেশের মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারছে। এসকল যোদ্ধাদের ভুলে গেলে চলবে না। তাদের সাথে নিয়ে আগামীর সাম্যের বাংলাদেশ গড়তে সকলের সহোযোগিতা চান বক্তারা।
পরে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নানা কর্মসূচী পালন করা হয়েছে।