মেহেদী ইমামঃ
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নানিয়ারচরে বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ই আগষ্ট) সকালে বাবু চুণি লাল দেওয়ান সেতুর অবতারণ স্থলে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মামুনুর রশিদ মামুন।
নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় এসময় রাঙামাটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন বালি,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ সভাপতি রণ বিকাশ চাকমা ও জহিরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি তুতি বহদ্দার, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল সর্দার, সদস্য সচিব মো. আলী, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট মো. মাসুম, ছাত্র দলের আহ্বায়ক হাসান মল্লিক, সদস্য সচিব মোঃ হেলাল আকাশ, মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম ও সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব মো. তাওহীদ, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক মো. হাবীব, তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাল হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এসময় বক্তারা ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন। এছাড়াও আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করতে নেতাকর্মী কাজ করার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, ছাত্র আন্দোলন কারো নিজস্ব সম্পত্তি না। এটা সাধারণ ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার ফল। আন্দোলনের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এসময় দলের কোন নেতাকর্মী যদি বেআইনি কাজ করে বা চাঁদা দাবি করে তাদের কে পুলিশ কে সোপর্দ করার নির্দেশনা দেন তিনি।