মেহেদী হাসানঃ
রাঙামাটি পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে ২দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা আগষ্ট) সকালে রাঙামাটির ইসলামিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক।
বাংলাদেশ জামায়াত ইসলামীর রাঙামাটি পৌরসভার আমীর মোঃ মাইনুদ্দিন এর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম।
পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশারের সঞ্চালনায়, বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সংসদীয় ১০আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, জামায়াত নেতা মাওলানা আবুল বারাকাত ও পৌর জামায়াতে ইসলামীর সূরা সদস্য এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুনিয়া ও পরকালের মুক্তির জন্য শপথবদ্ধ জীবন পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে অধ্যাপক আবদুল আলীম বলেন, ইসলামি আন্দোলনের দায়িত্বশীলদের ইসলামের পক্ষে জনমত গঠনের লক্ষে ব্যাপকভাবে দাওয়াতী কাজ ও সামাজিক কাজ করতে হবে।
এসময় শামসুজ্জামান হেলালী বলেন, দ্বীন কায়েমের এই পথে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের সকল সুখ দুঃখের অংশীদার হওয়া। মানুষের দুঃখকে নিজের দুঃখ হিসেবে গ্রহণ করা।
মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, মানুষের জীবনকে পরিশুদ্ধ করতে চাইলে আল্লাহর রাস্তায় বিনা হিসেবে ব্যয় করতে হবে।
বক্তব্যে দ্বীন প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের দাওয়াতি কাজকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে বলেও যোগ করেন, জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক।