মো. মহিউদ্দিনঃ
সারাদেশের ন্যায় বাঘাইছড়িতেও জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই ) সকাল সাড়ে নয়টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় শপথ বাক্য পাঠ করান, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।
অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার জয়াস চাকমা, থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।