নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর সরকারি কলেজের উদ্যোগে রক্তাক্ত ৩৬শে জুলাই স্মরণে গ্রাফিতি অঙ্কন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ ভবনে নানিয়ারচর কলেজ শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন কার্যক্রম পরিদর্শন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় নানিয়ারচর কলেজ অধ্যক্ষ উত্তম কুমার লোত, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জুলফিকার আলী, নানিয়ারচর আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. ওমর ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নানিয়ারচর কলেজ অধ্যক্ষ উত্তম কুমার লোত বলেন, শহিদ ওয়াসিম ও মুগ্ধদের স্বরণ করতে নানিয়ারচর কলেজ শিক্ষার্থীরা এই গ্রাফিতি অঙ্কন করছে। তাদের আত্মত্যাগ জাতি আজিবন স্বরণ রাখবে।
গ্রাফিতি অঙ্কন করা শিক্ষার্থীরা জানায়, ৩৬শে জুলাই কে স্বরণ রাখতে এবং ছাত্রদের আত্মত্যাগের চেতনা ধারণ করতেই মূলত আমরা আজ গ্রাফিতি অঙ্কন করছি। দেশের যে কোন ক্রান্তিলগ্নে শহিদ ওয়াসিম ও মুগ্ধরা বার বার ফিরে আসুক।
এদিকে গ্রাফিতি অঙ্কন করেছে নানিয়ারচর উপজেলা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর এসব শিক্ষার্থীরা জানিয়েছে আবু সাঈদ ও মুগ্ধর আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে তারা। তাদের এই অবদান কে চির স্বরনীয় করে রাখতেই তাদের এই উদ্যোগ।
অপরদিকে দিবসটি ঘিরে গ্রাফিতি অঙ্কন করেছে নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা, নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।