নিজস্ব প্রতিনিধিঃ
রক্তাক্ত জুলাই ঘিরে “জুলাই শহীদ দিবস” উদযাপন উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গত জুলাইয়ে দেশের ছাত্র জনতার আন্দোলনে শহিদ ওয়াসিম বুক চিতিয়ে দেখিয়েছে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আমাদের তরুণদের এর থেকেই শিক্ষা নিতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। জুলাই বিপ্পব পরবর্তী দেশ বিনির্মানে শুধু প্রশাসনই নয়, সকল শেণি পেশার মানুষ কে এই জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে হবে।
এসময় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জুলফিকার আলী, নানিয়ারচর থানা প্রতিনিধি এসআই সুজাউদ্দৌলা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. সরওয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নানিয়ারচর মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ।