মেহেদী হাসানঃ
আজ ১৬ই জুলাই। গত জুলাইয়ের শহিদ ও আহতদের স্মরণে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের আল আমিন ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক সেন্টার রাঙামাটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম।
অধ্যাপক ইসমাইল হোসেনের সঞ্চালনায় এসময় উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত জুলাই মাসে আবু সাঈদ যদি সাহসিকতার সাথে বুক পেতে না দিতো তাহলে হয়তো আজ আমরা স্বাধীন হতে পারতাম না। আগামীতে সকল ছাত্র ছাত্রীকে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে এভাবেই রুখে দিতে হবে।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।