নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি খাগড়াছড়ি সড়কে বাস দূর্ঘটনায় ওয়াহিদুল নামে এক যুবক আহত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি খাগড়াছড়ি সড়কের ১৭মাইল নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় খাগড়াছড়ি থেকে রাঙামাটির উদ্যেশ্যে ছেড়ে আসা একটি বাস দ্রুত গতিতে আসছিলো। ১৭মাইল আসার পরে সড়কে রাখা পাথরের কারণে সড়কের বাইরে চলে যায় এবং পাশের গার্ডার ওয়াল নির্মানের অংশে পড়ে যায়। এসময় পাশ দিয়ে হাটা এক পথচারী এসময় বাসের ধাক্কায় আহত হয়। আহত ওয়াহিদুল কে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয় বলেও জানায় স্থানীয়রা।
এঘটনায় কোন মামলা হয়নি এবং চালক পালাতক রয়েছে।
স্থানীয় ট্রাক চালক হুমায়ুন জানায়, রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের বেশ কয়েকটি জায়গায় এভাবে অসাবধানতা বশত নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। যাতে করে প্রায়াশই দূর্ঘটনা ঘটছে। তদন্ত সাপেক্ষে এর বিচার করা উচিৎ।
স্থানীয় গাছ ব্যবসায়ী হোসেল জানায়, সড়ক ও জনপথ বিভাগ এবং ঠিকাদারদের গাফলতির কারণে এসব দূর্ঘটনা ঘটে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ভয়াবহ আকার ধারণ করবে।
এবিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, আমরা সড়ক থেকে দ্রুত পাথর সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করেছি। পরে পাথর সরিয়ে নেওয়া হয়েছে।
এবিষয়ে সড়কে পাথর রেখে নির্মাণ কাজ করা মেসার্স রাঙ্গামাটি ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মিশু জানায় সড়কে নিয়ম মেনেই নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। বাস ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত গতিতে চলার ফলে সড়কের পাশে রাখা পাথর নিচে নেমে আসে। আর সড়কের পাশে ছাড়া এসব নির্মাণ সামগ্রী রাখার জায়গা ও নেই বলে জানান এই ঠিকাদার।