মেহেদী ইমামঃ
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যে এবারের বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা বলেন, নিরাপত্তাহীনতা থেকে বেশি সন্তান নেওয়ার আগ্রহ জন্মে। কিন্তু সন্তান সব সময় সন্তান বাবা মাকে লালন পালন করে না। যদি বাবা মা সন্তান কে সঠিক শিক্ষা দিতে না পারে। উন্নয়নের জন্য সঠিক একটা পরিবার পরিকল্পনা দরকার। আমাদের লাইফ স্টাইল, জীবন আচরণ ও খাদ্যাভ্যাস ভালো ভাবে গড়ে উঠলে একটি সুখি ও সমৃদ্ধ জাতি গড়ে উঠবে।
সভাপতির বক্তব্যে রিয়া চাকমা বলেন, ১১জুলাই সারা বিশ্বে জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। তবে আমরা অফিসিয়ালি ১৪ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করছি। আগে অনেকেই বলতেন জনসংখ্যা অভিশাপ। কিন্তু আধুনিক বিশ্বে জনসংখ্যাই সম্পদ। জনসংখ্যাকে শিক্ষিত ও কর্মক্ষম করে গড়ে তুলতে পারলে জনসংখ্যা সম্পদে রুপ নেয়।
নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. রবিন ভট্টাচার্য নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ নিয়ে সামগ্রিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সুব্রত দাশের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, নানিয়ারচর মডেল মসজিদের পেশ ইমাম ও খতীব হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ এবং নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. ওমর ফারুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষ অবদানের জন্য স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়ন সেবা কেন্দ্রের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।