মেহেদী হাসানঃ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ১২ জুলাই শনিবার এশার নামাজের পর শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা শাখার সভাপতি মুহাম্মাদ বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা দেশব্যাপী চলমান সন্ত্রাস, চাঁদাবাজি ও সম্প্রতি ঘটে যাওয়া পাথর নিক্ষেপে নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ ওমর ফারুক।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মুস্তাকিমের সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ ইমাম হোসাইন কুতুবী, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মাদ দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আলা উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি সদর উপজেলার মুহাম্মাদ আরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশ আজ সন্ত্রাস, দখলবাজি ও দুঃশাসনের চরম দুর্বিপাকে পতিত। একটি স্বাধীন দেশে সাধারণ মানুষ যদি নিরাপদে চলাফেরা করতে না পারে, তবে তা রাষ্ট্রের চরম ব্যর্থতা। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তারা এই সন্ত্রাস ও জুলুমের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।