নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে নানিয়ারচর উপজেলা হার্টিকালচার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম, রনো বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন ও যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল সর্দার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে দলটির সভাপতি নুরুজ্জামান বলেন, আগামী নির্বাচনে রাঙ্গামাটির ২৯৯ নং আসন আমরা তারেক রহমান কে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে ৩১দফা বাস্তবায়ন করতে হবে। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের মধ্য দিয়ে দলকে সুসংহত করতে আজকে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণার কথাও জানান তিনি
পরে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করতে ৪শত ফরম বিতরণ করেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলীর সঞ্চালনায় এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি তুতি বহদ্দার, সাধারণ সম্পাদক মো. জলিল, উপজেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, মো. পলাশ ও মো. রিয়াজ, ছাত্র দলের আহ্বায়ক হাসান মল্লিক, সদস্য সচিব মোঃ হেলাল আকাশ ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম ও সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুর রশিদ ও সিনিয়র সদস্য মাওলানা ইয়াকুব আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব মো. তাওহীদ এবং শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক মো. হাবীব সহ দলের সিনিয়র সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।