মেহেদী ইমামঃ
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ এর সঞ্চালনায় এসময় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতাউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার সহ ৪ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ আইন, তামাক চাষে ক্ষতি, তামাক শ্রমিকদের শারীরিক ক্ষতি, তামাক চাষে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব, তামাকজাত পণ্যের মাধ্যমে ক্যান্সারের ঝুকি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অতিথিরা।