মেহেদী ইমামঃ
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা বৌজপতী চাকমা’র অসুস্থতার খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার গ্রামের বাড়ি ছুটে গেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ জুলাই) সকালে রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম মগাছড়ি পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। পরে বৃষ্টিতে কর্দমাক্ত পথ, পাহাড় ও খাল পাড়ি দিয়ে ঋতুপর্ণা চাকমার বাড়ি পৌঁছান তিনি।
পরে রুহুল কবির রিজভী ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহানুভূতি পৌঁছে দেন।
এসময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ সহ জেলা ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ঋতুপর্ণা চাকমার মায়ের উন্নত চিকিৎসার খোঁজ খবর নিয়ে রুহুল কবির রিজভী “আমরা বিএনপি পরিবার” এর পক্ষ থেকে ১লক্ষ টাকা ও রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে ১লক্ষ টাকা সহ মোট ২লক্ষ টাকা চিকিৎসা সহায়তা পদান করেন।
এবিষয়ে রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবর পেয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের সাথে দেখা করার নির্দেশ দেন। তারেক রহমানের নির্দেশে আজ আমরা মগাছড়ি গ্রামে এসেছি। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই সহযোগিতা পৌঁছে দিয়েছি।
দুর্গম মগাছড়ি গ্রামে যাওয়া সড়ক নিয়ে বিএনপির এই নেতা জানান, গত ১৭বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামিলীগ উন্নয়নের যে বুলি উড়িয়েছে সেই উন্নয়নের বাস্তব চিত্র আজ আমরা নিজের চোখে দেখেছি। প্রকৃতপক্ষে এসব ফাকা বুলি ছাড়া আর কিছুই নয়।
উল্লেখ্য, ঋতুপর্ণার মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। এরই মধ্যে তিনি তিনটি কেমোথেরাপি নিয়েছেন এবং তাকে চট্টগ্রামে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এসময় ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা।