নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে ট্রেড কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) এর বিক্রয়কৃত ৪৬৮কেজি ডাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নানিয়ারচর বাজার এলাকার লোকমান স্টোর থেকে ৪৬৮কেজি বিক্রয়ে নিষেধাজ্ঞা থাকা ডাল জব্দ করেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম।
লোকমান স্টোরের সত্ত্বাধিকারী মো. লোকমান বলেন, আমি এসব ডাল ডিলার থেকে ক্রয় করিনি। দুই এক কেজি করে লোকেরা আমার কাছে বিক্রি করেছে বলেও স্বীকার করেন তিনি। আর কখনও টিসিবির পন্য ক্রয় বিক্রয় করবেন না বলেও জানায় এই ব্যবসায়ী।
এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শক্রমে এই অভিযান পরিচালনা করি। অভিযানে ৪৬৮কেজি টিসিবির ডাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে কেউ ব্যবসা পরিচালনা করলে আর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসময় নানিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার দাশ ও সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ ও নানিয়ারচর থানার এসআই সুজাউদ্দৌলা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।