মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত জাতের নারিকেল, লেবু ও তাল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, উপজেলা পরিষদের সামনে বিভিন্ন সরকারি বেসরকারি ১৩০ টি প্রতিষ্ঠানে ৬৫০ টি চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদসহ অত্র দপ্তরের কর্মকর্তা৷