নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে কাপ্তাই হৃদে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে মৎস্য আহরণে মৎস্য বিভাগের জব্দকৃত নৌকা ও ইঞ্জিন চালিত বোট সমূহের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বুড়িঘাট বাজারে মৎস্য বিভাগের অস্থায়ী কার্যালয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়।
এসময় মৎস্য বিভাগের নিরাপত্তা পরিদর্শক মো. মিজানুর রহমান, নৌ পুলিশের এসআই কামাল হোসেন ও মৎস্য বিভাগের আদায়কারী মো. ইমরান, স্থানীয় যুবদল নেতা মো. হানিফ মীর ও স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে মৎস্য বিভাগের নিরাপত্তা পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, আজ নিলাম অনুষ্ঠানে ১৪জন ব্যক্তি ৫হাজার করে জামানত জমা প্রদান পূর্বক নিলামে অংশগ্রহণ করেন। এতে ২৩টি নৌকা ও ইঞ্জিন চালিত বোটের বিপরীতে নিলাম মূল্য ৮১হাজার টাকা এবং ভ্যাট ও আয়কর ২০হাজার ৪৫০টাকা সহ মোট ১লক্ষ ২হাজার ২শত ৫০টাকা আদায় করে মৎস্য বিভাগ।