মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি উপজেলাঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে আমন( উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের এসব উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা কুন্তল রায় সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ৫০৫ জন কৃষক কে ৫কেজি করে বীজ ধান,১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।