মো. মহিউদ্দিনঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত পৌর ২ ও ৩ নং ওয়ার্ডের কমিটি গঠন ও পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল প্রস্তুতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪জুন) রাতে মুসলিম ব্লক নুরুল ইসলাম মাস্টারের নিজ বাড়িতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বিরাতুল কোরআন মডেল একাডেমি’র শিক্ষক শাহাদাত হোসেন ও নাতে রাসূল তেলওয়াত করেন বাঘাইছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ সামিউল হাছান।
অনুষ্ঠানে মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চয়লনায় সভাপতিত্ব করেন আবুল হাশেম।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সিনিয়র সহ-সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আব্দুল বারী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক ও কাচালং বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মাদ কাউছার উদ্দীন নুরী।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্বিরাতুল কোরআন মডেল একাডেমি’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মাদ হোসাইন, পৌর ১নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আহামদ উল্লাহ আব্বাস সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভার শেষে পৌর ২ ও ৩ নং ওয়ার্ডে সমন্বয় করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আব্দুল সালাম কে আহ্বায়ক, সাইফুল ইসলাম কে সদস্য সচিব ও ইদ্রিস আলী’কে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়।
সভা শেষে মিলাদ কিয়াম ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।