নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) ৩টায় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার বগাছড়ি হতে মোস্তফা ভাণ্ডারিও ইসলামপুর এলাকার নয়ন মিয়া নামে ২ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাঙামাটি জেলার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা জানায়, বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি থেকে মোস্তফা ভাণ্ডারি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ২১ ধারানুযায়ী নগদ ২হাজার টাকা জরিমানা ও ৬মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। পরে একই আইনে ইসলামপুর এলাকার নয়ন মিয়া নামে অপর এক ব্যক্তি কে ৩মাস বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী অফিসার।
আটককৃতদের নিকট থেকে এসময় ১৫গ্রাম গাজা ও গাজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে গাজা পুড়িয়ে ও সরঞ্জামাদি ধ্বংস করা হয়।