নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশের ন্যায় নানিয়ারচরে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাব কার্নিভাল ২০২৫ এর শুভ উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
সকালে ৩০টি ষষ্টক দল ১৮০জন শিক্ষার্থী ও কাব সদস্য অংশগ্রহণে কাব কার্নিভাল অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক, নেতৃত্ব, দায়িত্ববোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি সহ বিভিন্ন বিষয়ে কলা কৌশল শেখানো হয়।
এসময় নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান উপদেষ্টা মাননীয় ড. মোহাম্মদ ইউনুস এর ভার্চুয়াল কার্নিভাল অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা। পরে কাব স্কাউটস এর কাব মেলা বা আনন্দ মেলায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেন।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল জানান, কাব কার্নিভাল একটি আনন্দঘন, শিক্ষণীয় এবং মূল্যবোধসম্পন্ন আয়োজন যা শিশুদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষায় এর অন্তর্ভুক্তি শিশুদেরকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তাপসী চাকমা ও নিমি চাকমা, বাংলাদেশ স্কাউটস এর এএলটি ও জেলা কাব স্কাউটস লিডার বিজন কুমার দে ও নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল বিকাশ খীসা সহ বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষক ও দলনেতারা উপস্থিত ছিলেন।