নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে ভাই ভাই ফুটবল ক্লাব ও মামা ভাগিনা ক্লাবের যৌথ উদ্যোগে ঘরোয়া ফুটবল ট্যুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শুক্রবার, ২০জুন) বিকেলে বগাছড়ি ভুইয়াদম পাড়া মাঠে ঘরোয়া ফুটবল ট্যুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. নুর ইসলাম।
এই ঘরোয়া ফুটবল খেলায় ৬টি লিগ অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় চট্টগ্রাম কে ৫-১ গোলে হারিয়ে বরিশাল লিগ জয়লাভ করে।
এসময় ভাই ভাই ক্লাবের সভাপতি নুর আলম নিজাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মামা ভাগিনা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা, স্থানীয় বাবুল খান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।