নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
অনুষ্ঠানে মাদক, শিশু ও নারী নির্যাতন, টিসিবি কার্যক্রম মনিটরিং, জন্ম মৃত্যু নিবন্ধন ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় নানিয়ারচর জোন প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, বাপ্পি চাকমা, প্রমোদ খীসা ও অমল কান্তি চাকমা, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতাউর রহমান, কৃষি কর্মকর্তা তপু আহমেদ ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জুলফিকার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগের তুলনায় নানিয়ারচরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজ নিজ জায়গা থেকে কাজ করারও আশা ব্যক্ত করেন বক্তারা।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি পরিক্ষা ২০২৫ এর প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়।