নিজস্ব প্রতিনিধিঃ
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ, ভেজাল খাদ্য, নকল ও মেয়াদউত্তীর্ণ পণ্যের বিষয়ে নানিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (মঙ্গলবার, ১৭জুন) বিকেল ৪টায় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
সভাপতির বক্তব্যে বিবি করিমুন্নেছা বলেন, আপনারা পলিথিন ব্যবহার করবেন না। বাজারে যাওয়ার সময়ে একটা ব্যাগ হাতে করে নিতে অভ্যাস গড়ে তুলুন। পলিথিন একটা ক্ষতিকর পণ্য।
ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কোন পণ্যের বাড়তি দাম রাখবেন না। ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করবেন। ভেজাল খাদ্য, নকল ও মেয়াদউত্তীর্ণ পণ্যের বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। ভেজাল খাদ্য, নকল ও মেয়াদউত্তীর্ণ পণ্যের বিষয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এসময় সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, নানিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ সহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।