নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন করা হয়েছে। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর এমপাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে টুগেদার পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড এই প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়।
গতকাল (২৮ মে, বুধবার) দুপুরে নানিয়ারচর উপজেলার বেতছড়ি ইউনিয়নের বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে দিবসটি পালিত হয়েছে।
জাতি গঠন ও রূপান্তরের জন্য ন্যায়বিচার, অধিকার, পরামর্শ এবং সম্পৃক্ততার মাধ্যমে প্রান্তিক মানুষের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে দিবসটি পালন করেছে সংগঠনটি।
এসময় বক্তারা বলেন, প্রকল্পটি নারীর প্রতি সকল ধরনের বৈষম্য, সহিংসতা ও ক্ষতিকর প্রথার অবসান; নারী ও প্রান্তিক জনগোষ্ঠির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহন নিশ্চিতকরণ; এবং শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবদান রাখার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল বিকাশ খীসা, বেতছড়ি মৌজার কারবারী সমরেশ চাকমা, বেতছড়ি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বেবী চাকমা সহ আশিকা ডেভলপমেন্ট এসোসিয়েটস এর পক্ষ থেকে এইচ আর এডমিন ম্যানেজার ঝুমালিয়া চাকমা, এমপাওয়ারমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা দীধিতি চাকমা ও সুমেধ চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দিবসটির তাৎপর্য, লক্ষ্য ও উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা হয়। পরে ছাত্রীদের মধ্য থেকে একজন মাসিক ব্যবস্থাপনা দিবসের ধারণাপত্র সকলকে পাঠ করে শুনান। শেষে ৫০জন ছাত্রীকে এমএইচএম কিট প্রদান করা হয়।