মো. মহিউদ্দিনঃ
রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী (টিন) বিতরণ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭মে) সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রের সাজেক রিসোর্ট এর সামনে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন বাঘাইহাট সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি।
তিনি আরও জানান, সাজেকে একটি ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতাল এবং পর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত ০৩ দিনব্যাপী স্থানীয়দেরকে অগ্নি নির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক সেচ্ছাসেবক প্রশিক্ষণ এর উদ্বোধন করেন। যেখানে ৪০ জন সেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহনে অংশগ্রহণ করেন।
এসময় তিনি বলেন, “সাজেক এলাকায় প্রতিনিয়ত অগ্নিকান্ডে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা আশা করি প্রশিক্ষণ শেষে সেচ্ছাসেবকগণ আগামী যেকোন দূর্যোগে সাজেকবাসীর পাশে থেকে সহযোগিতা করবে।”
তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে সাজেক পর্যটন এর একাংশ ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যাপ্ত পর্যটক ধারন ক্ষমতা রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে দেশের সকল পর্যটনপ্রেমীদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাজেকে বেড়াতে আসতে আহ্বান জানান তিনি।