বরকল প্রতিনিধিঃ
বরকলে ছোট হরিনা জোনের (১২বিজিবি) অভিযানে অবৈধ সেগুন গোল কাঠ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) ছোটহরিণা ব্যাটালিয়ন এর টহলদল ছোটহরিণা বাজারঘাট নামক স্থানে চেক পোষ্টের সামনে অভিযান পরিচালনা করে সন্দেহজনকভাবে গাছভর্তি নৌকা তল্লাশি করে ৫১.৫১ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ আটক করে।
এসময় নৌকার মাঝি নৌকা রেখে পালিয়ে যায়।