বরকল প্রতিনিধিঃ
বরকল উপজেলার ৪নং ভুষনছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র অন্য জায়গায় সরানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে পাহাড়ি-বাঙালী ঐক্যবদ্ধ ভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় ভুষনছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বরকল উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল হালিম ও সুলতান আহমদ মন্ডল, ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলাল হোসেন, গ্রুপ লিডার আঃ রাজ্জাক পিসি, কার্বারী সুপ্রিয় চাকমা, বিনয় চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ১৯৮৬ সালে পাহাড়ি-বাঙালী সকলের সুবিধার্থে ভুষনছড়া বাজারের পাশে এই স্বাস্থ্য কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছিলো। বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রটি অন্য জায়গায় সরানোর গভীর ষড়যন্ত্র চলছে।
বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য কেন্দ্রের জায়গা নিজ নামে নামজারি করিয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল। তাঁদের দাবি এই স্বাস্থ্য কেন্দ্র কোন ভাবেই অন্য জায়গায় স্থানান্তর করতে দেয়া হবেনা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাকন কুমার দে’র নিকট স্বাস্থ্য কেন্দ্র সরানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভুষনছড়া স্বাস্থ্য কেন্দ্র বর্তমানে যে স্থানে আছে সে জায়গাটি স্বাস্থ্য কেন্দ্রের নামে রেকর্ড করা নাই। স্বাস্থ্য কেন্দ্রের জায়গাটি ছোট হরিনা জুনো পহর উচ্চ বিদ্যালয়ের সামনের জায়গা। নতুন তিন তলা ভবনটি সেখানে হবে। কেনো ভুষনছড়ার জায়গাটি স্বাস্থ্য কেন্দ্রের নামে রেকর্ড করা নেই, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
স্বাস্থ্য কেন্দ্রের রেকর্ডীয় জায়গা ছোট হরিনায় অবস্থিত শুনে এলাকার পাহাড়ি -বাঙালী জনসাধারণ ক্ষোভে ফেটে পড়েন।
তারা এই স্বাস্থ্য কেন্দ্র সরানোর গভীর ষড়যন্ত্রের মুল হোতাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।