নিজস্ব প্রতিনিধিঃ
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে নানিয়ারচরে বিকল্প ফসল ও সমন্বিত চাষ প্রযুক্তি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইডেন এম্ব্যাসির অর্থায়নে ২দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রোববার (১৮ মে) সকালে নানিয়ারচর উপজেলায় অবস্থিত জেলা পরিষদ রেষ্ট হাউজে কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ।
নানিয়ারচর উপজেলা ফিল্ড ফ্যাসিসিলেটর রিয়া খীসার সঞ্চালনায় ৩০জন কৃষকের মাঝে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফিল্ড ফ্যাসিসিলেটর রিয়া খীসা জানান, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে ক্রীয়া প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা তপু আহমেদ প্রশিক্ষনার্থীদের মাঝে বিকল্প ফসল, সমন্বিত চাষ কি এসব বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সবজি চাষ ও ফলজ বাগানের সাথে নারী পুরুষের সম্পর্ক এবং সঠিক পদ্ধতিতে সবজি ও ফলজ বাগান তৈরির ধাপ সমূহ তুলে ধরেন।