নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সাথে ঐকমত্য কমিশন বৈঠক করার চেষ্টা করলে সার্বভৌমত্বের স্বার্থে পার্বত্যবাসী তা শক্ত হাতে প্রতিহত করার হুশিয়ারি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
গত সোমবার (১২ মে) রাঙামাটিতে মহাসমাবেশ ও খাগড়াছড়িতে মানববন্ধন এবং বান্দরবানে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপিডিএফ এর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আগামীকালকের (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করার দাবি জানায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সেই বৈঠকটি এখনও বাতিল না করায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আগামীকালের বৈঠক বাতিলের দাবি জানিয়ে (১৪ মে) বুধবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে প্রতিবাদ জানান পিসিসিপি কেন্দ্রীয় কমিটি।
বিবৃতিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার ঐকমত্য কমিশন পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সাথে যদি শান্তিপ্রিয় ছাত্র-জনতার প্রতিবাদের কথা কর্ণপাত না করে বৈঠক বহাল রাখে তাহলে পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে। এবং কোন অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়ভার ঐকমত্য কমিশন কে নিতে হবে।
অতএব, সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক অতিদ্রুত বাতিল করতে হবে। বৈঠক বাতিল করা না হলে পুরো পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়ার ও হুমকি দেয় পিসিসিপি।