নানিয়ারচর প্রতিনিধিঃ
আন্তর্জাতিক শ্রম দিবস ও মহান মে দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। দিবসটি ঘিরে নানিয়ারচর উপজেলা পরিষদ মাঠ হতে একটি র্যালী বের করে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় নানিয়ারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মুন্নার, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিক, যুবদলের যুগ্ম সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, মো. হানিফ মীর, মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সভাপতি নুরুজ্জামান বলেন, বিশ্বের ৮০টি দেশে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের পক্ষে কথা বলার সুযোগ দিতে হবে। তবেই শ্রমিকের অধিকার সম্পর্কে জানা যাবে। সরকারের উচিৎ শ্রমিকদের বেতন বৃদ্ধি করা। কেননা বর্তমান বাজারে পণ্যের দাম আর শ্রমিকের আয়ে বড় ব্যবধান লক্ষ করা যাচ্ছে।