নানিয়ারচর প্রতিনিধিঃ
আন্তর্জাতিক শ্রম দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান, জামায়াতের আমীর মাওলানা জুলফিকার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, থানার ওসি মো. নাজির আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক এবং আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা মাঠ, প্রধান সড়ক ও নানিয়ারচর থানা প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা প্রাঙ্গনে মিলিত হয়।