মোঃ আলমগীর হোসেনঃ
রাঙামাটির লংগদুতে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নিয়ে মতবিনিময় সভা করেছে লংগদু সেনা জোন।
বৃহস্পতিবার (২৪এপ্রিল) দুপুর ১২টায় লংগদু জোনের উদ্যোগে সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ (এসপিপি, পিএসসি)
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, লংগদু থানার তদন্ত ওসি স্বরজিৎ দেবনাথ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা মো. নাছির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এসময় প্রধান অতিথি সকলের পরামর্শ শোনেন এবং সে অনুযায়ী উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আশ্বাস দেন। তিনি মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার পরামর্শের পাশাপাশি জোনকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহবান জানান।
সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে লংগদু উপজেলার শান্তি-শৃংঙ্খলা ও সম্প্রীতি নিয়েও আলোচনা করা হয়।