নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের রিজার্ভ বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু। এতে প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
সভাপতি মো. ইউনুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার রেজাউল রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক গ্রুপের সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ, জেলা মিনিট্রাক মালিক সমিতির সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টু ও সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, জেলা ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমত উল্লাহ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
বক্তব্যে প্রধান অতিথি ও প্রধান বক্তা- দেশের অর্থনীতিতে ট্রাক চালকদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার হাসিনার দোসররা শুধু রাঙামাটি ট্রাক টার্মিনালই না বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো দখল করে রেখেছিলো। এতে করে এসব সংগঠনের সদস্যরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সদস্যদেরকে তাদের নেতা বেছে নেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা।
দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক মো. হাছান সমিতির আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন।
এসময় সমিতির সদস্যদের দাবির প্রেক্ষিতে প্রধান বক্তা অ্যাডভোকেট মামুন, সমাজ সেবা কর্মকর্তা সহ উপস্থিত সদস্যদের সমন্বয়ে সমিতির অডিট সম্পন্ন করতে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার পাশাপাশি, আগামী ২মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।