নিজস্ব প্রতিনিধিঃ
কাপ্তাই লেকে মাছ আহরণ করতে গিয়ে জাল ফেলে যান চলাচলে বাধাঁ সৃষ্টি করছে কিছু জেলে এমনটাই অভিযোগ করেছে নৌযান শ্রমিকরা।
রোববার সন্ধ্যায় লংগদু বাজারে কয়েকজন জেলে মিলে জাল ছিড়ে যাওয়ার অভিযোগে একটি লঞ্চের কেরানী থেকে ১হাজার টাকা জরিমানা আদায়ের কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট লঞ্চ শ্রমিক রমজান।
খোজঁ নিয়ে জানা যায়, লংগদুর রাবেতা ও জারুল বাগানসহ বেশ কিছু জায়গায় দিনে দুপুরে নৌযান চলাচলের পথে মাছ ধরতে জাল ফেলে রাখেন স্থানীয় কয়েকজন জেলে। এতে করে ব্যহত হয় নৌযান চলাচল। যাত্রী ভোগান্তি তখন চরম পর্যায়ে পৌঁছে।

স্থানীয়রা জানায়, রাঙামাটির রিজার্ভ বাজার লঞ্চঘাট হতে লংগদু ও বাঘাইছড়ির উদ্দ্যেশ্যে লঞ্চ ছেড়ে আসে।৫থেকে ৭ঘন্টায় ১টা লঞ্চ পর্যায়ক্রমে লংগদু ও বাঘাইছড়ি পৌঁছে। দীর্ঘ এই যাত্রায় মাছ ধরা ঝাকি জাল ও কেস্কি জাল থাকায় মাঝপথে লঞ্চ বা বোর্ট থেমে থাকতে হয়। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। মাছ ধরার জন্য আলাদা এলাকা নির্ধারণ ও নৌযান চলাচলে উন্মুক্ত পথ চান স্থানীয় যাত্রীরা।
নৌযান শ্রমিক শাহ আলম ভান্ডারি জানান, রাঙামাটি থেকে লংগদুর কাছাকাছি এসে জালের কারণে আমাদেরকে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করতে হয়। জেলেদেরকে আমরা বার বার অনুরোধ করেছি তারা যেন লঞ্চ চলাচলের রাস্তায় জাল না ফেলে। তারা আমাদের কথা রাখেনি।
এবিষয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ জানান, এমন কোন ঘটনার বিষয়ে আমি অবগত নই। আমরা এবিষয়ে খোঁজ নিয়ে জানবো। তবে কেউ যদি কোন অভিযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।