মেহেদী ইমামঃ
বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।
সোমবার সকালে নববর্ষ ঘিরে উপজেলা প্রাঙ্গনে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশ নেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জুলফিকার আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক ও উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা পরবর্তী সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংগীত, বৈশাখ ও আঞ্চলিক দেশত্ববোধক গান এবং নৃত্য পরিবেশন করা হয়।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার আমিমুল এহসান বলেন, ১লা বৈশাখ আমাদের প্রাণের অনুষ্ঠান। এই দিবসটি ঘিরে বাঙালি প্রাণের স্পন্দন ফিরে পায়। নানিয়ারচরবাসী অনেক আন্তরিক। এই দিবসে আমরা আমাদের ঐক্য প্রতিষ্ঠার প্রতিজ্ঞা করি। যাতে করে কোন অপশক্তিই যেন আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে অতিথিদের মাঝে বাঙালি ঐতিহ্যের বিভিন্ন বাহারের খাবার পরিবেশন করা হয়।