নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর জোনের কোম্পানি অধিনায়ক, মেজর মো. সায়েম আক্তার সৌধ।
নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. সরওয়ার কামালের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, জোনের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ, থানার ওসি মো. নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম ও জহিরুল ইসলাম।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নাজমুল হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ, অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আফসার উদ্দিন, শিক্ষক সুদর্শন চাকমা, স্থানীয় আনসার মেম্বার ও মো. সোহেল প্রমূখ।
এসময় বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার তুলে দেন নানিয়ারচর জোন প্রতিনিধি মেজর সায়েম। পরে শিক্ষকেরা প্রধান অতিথিকে সম্মাননা উপহার তুলে দেন এবং আল আমিন স্কুলের শিক্ষকদের মাঝে নানিয়ারচর জোনের পক্ষ থেকে বিদ্যালয়ে একটি প্রিন্টার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রীতিভোজে অংশ নেয় অতিথিরা।