৷৷ নিজস্ব প্রতিনিধি ৷৷
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার অবস্থিত বিদ্যালয়টির একটি শ্রেণি কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বুড়িঘাট ইউনিয়নের নারী সংরক্ষিত আসনের সদস্য নাসিমা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সদস্য সুমন্ত চাকমা, বারেক হাওলাদার, জামাল আকন ও মো. হেলাল উদ্দিন, নানিয়ারচর মিনিট্রাক চালক সমিতি’র কোষাধ্যক্ষ আবুক কালাম সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই প্রত্যন্ত অঞ্চলে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। গত বছর আমাদের বিদ্যালয় থেকে শতকরা পাশের হার ছিল। এবারো ৫ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে। আমরা আশাকরছি এবছর ও শতভাগ পাশ থাকবে। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এই বিদ্যালয় কে আরো বেগবান করবে।
এসএসসি পরিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি বলেন, তোমরা মন দিয়ে পরিক্ষা দিবে। তোমাদের সফলতার উপর নির্ভর করবে এই বিদ্যালয়ের উন্নত ভবিষ্যৎ। তোমরা মানুষের মত মানুষ হয়ে এই বিদ্যালয়ের দিকে নজর দিবে।

এসময় বক্তারা বলেন, ২০১৯ সাল থেকে হাটি হাটি পা পা করে বিদ্যালয়টি এগিয়ে চলেছে। ৫জন ঝরে পড়া শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিদ্যালয়ে আজ প্রায় ৭০জন শিক্ষার্থী। এরই মধ্যে বিদ্যালয়ের একটি পাকা ভবন ও একটি আধাপাকা ভবন নির্মিত হয়েছে। উন্নত ওয়াশব্লক সহ খেলার জন্য বিশাল একটি মাঠ রয়েছে। সকলের সহযোগিতা পেলে বিদ্যালয়টি অত্র এলাকার মান সমুজ্জ্বল করবে বলেও আশা ব্যক্ত করেন তারা।
শিক্ষকরা তাদের বক্তব্যে বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় পাঠদানে ভোগান্তি, শিক্ষকদের পর্যাপ্ত সম্মানি না থাকা, ছাত্রীদের কমনরুম না থাকা সহ বিভিন্ন প্রয়োজন তুলে ধরেন। বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের ও দাবি জানান তারা।
পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও এসএসসি (২০২৫) পরিক্ষার্থীদের শুভেচছা উপহার তুলে দেওয়া হয়।