মেহেদী ইমামঃ
রাঙামাটিতে জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আলোচনা ও র্যালি করেছে সংগঠনটি।
মঙ্গলবার রাতে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও তাঁতি দলের সাবেক সভাপতি আনোয়ার আজিম (আজম)।
রাঙ্গামাটি পৌর তাঁতি দলের সভাপতি মো. আলী আজগর বাদশার সভাপতিত্বে ও রাঙামাটি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল চাকমার সঞ্চালনায় রাঙ্গামাটি জেলা তাঁতি দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী নুরুল আমিনসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম শাকিল বলেন, তাঁত শিল্পকে সমৃদ্ধ করতে এবং এই শিল্পের সাথে জড়িতদের জীবনমান উন্নয়নে তাঁতি দল গঠন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নে তাঁতিদল কোন বড় ধরনের অনুষ্ঠান করতে না পারলেও আজ এভাবে আমরা একত্রিত হতে পেরে ভালো লাগছে।
আগামী ২৪শে ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত জনসভায় সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী উপস্থিত করে রাঙামাটির তাঁতি দল তাদের অবস্থান জানান দেবে। এ সময় কোন বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেদিক লক্ষ রাখার কথাও জানান বিএনপির এই নেতা।
এর আগে দিবসটি ঘিরে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে হতে একটি র্যালি বের হয়। র্যালিটি কাঠালতলি হয়ে বনরুপা প্রদক্ষিণ করে আবারো জেলা বিএনপি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।