নানিয়ারচর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত জনসভা সফল করতে প্রস্তুতিমূলক সভা করেছে দলটির নানিয়ারচর উপজেলা শাখা।
সোমবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুখ হাওলাদারের সঞ্চালনায় সহসভাপতি রণ বিকাশ চাকমা, জহিরুল ইসলাম, সাংগঠনিক কবির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইউনুছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু জাফর, সদস্য সচিব মো. আলী, মহিলা দলের সভাপতি বিলকিস বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল সর্দার, ছাত্র দলের আহ্বায়ক হাসান মল্লিকসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, ওলামা দল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে নেতাকর্মীদের ইচ্ছা থাকলেও অনেকে দলীয় অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারেনি। ২৪তারিখে বিএনপির জনসভায় নেতা কর্মীদের গণজোয়ার থাকবে। তাই এই অনুষ্ঠানে যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। নানিয়ারচর থেকে রাঙামাটির জনসভায় ২হাজারের ও বেশি নেতাকর্মী উপস্থিত থাকবেন বলেও জানায় বিএনপির নেতাকর্মীরা।