নিজস্ব প্রতিনিধিঃ
একুশে স্মৃতি সংসদের পক্ষ থেকে একুশে স্মৃতি পদক-২০২৫ এ ভূষিত হয়েছেন রাঙামাটির নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুরুজ্জামান। আর এতে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন মহলের প্রশংসায় ভাসছেন তিনি।
সম্প্রতি সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য গৌরবময় স্বীকৃতি স্বরূপ মো. নুরুজ্জামানকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করে সংগঠনটি। এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার এই সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও প্রশংসামূলক পোষ্ট এর ঢল নামে।
স্থানীয়রা জানান, নুরুজ্জামান শুধু একজন রাজনীতিবীদই নন, তিনি একজন সমাজকর্মী। নানিয়ারচর থেকে যখনই কোন ব্যক্তি হাসপাতালে ভর্তি হন তিনি দল মত নির্বিশেষে তার খোঁজ খবর নেন। মানবিক যে কোন প্রয়োজনে তার কাছ থেকে কেই খালি হাতে ফেরেনা।
এবিষয়ে জানতে চাইলে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বলেন, পদকের জন্য নয়, বরং কাজ করি মানুষের জন্য। এই পাহাড়ে মানুষ অনেক কষ্ট সহ্য করে বাস করে। তাই এখানকার মানুষের পাশে দাড়াতে চেষ্টা করি। এসময় তিনি সামর্থ্যবানদের এই এলাকার গরিব, অসহায় ও দুঃস্থ্য মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।