মো. সাখাওয়াত উল্ল্যাহঃ
তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ব্র্যাক।
বুধবার (১২ ফেব্রুয়ারী) শহরের রাঙাপানি এলাকার মনোঘর বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ব্র্যাকের ডেপুটি প্রোগ্রাম হেড মো. শিবলী নোমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. শাফায়াতুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার (আরএইডি) মো. নজরুল ইসলাম মজুমদার, রিজিয়নাল ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স) মো. আব্দুল আহাদ এবং রাঙামাটি ব্র্যাকের সমন্বয়ক মো. হাবিবুর রহমান।
এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। ৩৬ দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ১৫জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছেন। ব্র্যাকের ডেপুটি প্রোগ্রাম হেড মো. শিবলী নোমান বলেন, “তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথ সুগম করতেই ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রগতি কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এই উদ্যোগ পাহাড়ের তরুণ-তরুণীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আয়োজকরা আশাবাদী।