নিজস্ব প্রতিনিধিঃ
তথ্য মেলায় এলে একই ছাতার নিচে সকল দপ্তরের তথ্য সেবা সম্পর্কে জানা যায় বলে জনগণ কে তথ্য মেলায় আসার আহ্বান জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গনে তথ্য মেলা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে দেশ যেভাবে চলছিলো সেটা সঠিক নয়। ছাত্ররা আত্ম ত্যাগ ও অঙ্গহানীর মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছে এই দেশ কে নতুন করে সাজাতে হবে। আর দেশ সতুন করে সাজাতে হলে নতুন করে ভাবতে হবে।
সচেতন নাগরিক কমিটি (সনাক)‘র সভাপতি বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুুলিশ সুপার মারুফ আহম্মেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, দুদকের সহ পরিচালক মো. রাজু আহমেদ, টিআইবি‘র ক্লাষ্টার কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তামজিদ রহমান ও সনাক সদস্য সীমা দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সনাক ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে ক্যাম্পেইন ও ওরিয়েন্টেশন, হাফ ম্যারাথন, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতা, দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।