নিজস্ব প্রতিনিধিঃ
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে রাঙামাটি পৌর জামায়াতে ইসলাম।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় রাঙামাটি জামায়াতে ইসলামী কার্যালয় পাঠাগারে পৌর জামায়াতের সভাপতি মো. মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।
জেলা সূরা কার্যকরী সদস্য এডভোকেট রহমাতুল্লাহ সঞ্চালনায় রাঙামাটি জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, এসএ টিভি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ সোলাইমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আলমগীর মানিক, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মো. জিল্লুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলার উন্নয়নমূলক কর্মকা- এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলিম বলেন, আমাদের গত বিপ্লবের মূল উদ্দেশ্যই ছিল উই ওয়ান্ট জাষ্টিস। সুতরাং আমাদের কে ন্যায় ও নীতিবান থাকতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সামান্যতম ভালো কাজ ও দিনশেষে আমাদের কে মুক্তি দিতে পারে। আল্লাহ এবং রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বিশ্বাস করে থাকলে আমাদের কে অন্যায় থেকে বিরত থেকে ন্যায় সঙ্গত সংবাদ প্রচার করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের কে নিয়ত পরিষ্কার রাখতে হবে। সাংবাদিকতার মত মহান পেশা কে কলঙ্কিত করা যাবে না। আপনাদের কাজই আপনাদের কে মহৎ করে তুলবে।