নিজস্ব প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাঙামাটিতে মাহিলা দলের কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সংগঠনটির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রাঙামাটি জেলা মহিলা দলের সভানেত্রী নূর জাহান বেগম পারুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু নাছির, জহির আহমেদ সওদাগর, সহ-সভাপতি ও রাঙামাটির সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় ২৯৯নং আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি নেত্রী মৈত্রী চাকমা, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন ও পৌর মহিলা দলের সভানেত্রী রোজি আক্তারসহ জেলা বিএনপি, মহিলা দল এবং বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে হয়ত বাংলাদেশ স্বাধীন হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের পরিবারের প্রতি আমরা ঋণী। সেই ঋণ কিছুটা শোধ করতে জন্য আজকে মহিলা দল এই শীতবস্ত্র বিতরণ করছে। বিত্তবান যারা আছেন তারা সামর্থ্য অনুযায়ী গরিব, অসহায় ও দুস্থ্য মানুষের পাশে দাড়াঁবেন।